Robi

রবি ইন্টারনেট অফার 2021

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আশা করছি আমার প্রিয় বন্ধুরা সবাই ভাল আছে। আজকে আমরা একদম নিউ অফার নিয়ে আলোচনা করব। বলুনতো কি? হ্যাঁ একদম ঠিক ধরেছেন আজকে আমরা রবি ইন্টারনেট প্যাক নিয়ে জানাবো।

রবি ইন্টারনেট

তথ্যপ্রযুক্তির যুগে এখন সবাই ফেসবুক, ইউটিউব, টুইটার অলটাইম ব্যবহার করে যা এক কথায় মানুষের সাথে এতোপ্রোত ভাবে জড়িত কিন্তু এর মূলে আছে ইন্টার্নেট প্যাক। আপনারা হয়তো সবাই জানেন রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর কোম্পানি। রবির অত্যন্ত সুযোগ সুবিধার কারণে বর্তমানে রবি গ্রাহক 5 কোটির অধিক। গ্রাহকের ও বৃহত্তর এর দিক থেকেও রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম। গ্রাহকের সেবার মান নিশ্চিত করার জন্য এখন ফোরজি নেট প্রতিটি ইউনিয়নে পৌঁছার প্রচেষ্টায় আছে রবি মোবাইল অপারেটর কোম্পানি। আশা করা যায় কিছুদিনের মধ্যেই বাংলাদেশের যেকোনো টেলিযোগাযোগ কোম্পানিগুলোকে ছাড়িয়ে রবি সর্বোত্তম হবে। রবি সাশ্রয়ী দামে ইন্টারনেট প্যাকেজ দেওয়ার জন্য এত উন্নতি করেছে। যা অন্যান্য টেলিযোগাযোগ কোম্পানির প্যাকেজ গুলোর তুলনায় অনেক কম।

রবি প্যাকেজ মূলত রবি ইন্টারনেট প্যাকেজ গুলো ভাগ করা থাকে যেমন তিন দিনের প্যাকেজ সাত দিনের প্যাকেজ 28 কিংবা 30 দিনের প্যাকেজ।

robi inernet offer

দ্রুত পড়ুনঃ  hide 
রবি 3 দিনের প্যাকেজ
রবি তিনদিনের প্যাকেজগুলোতে স্বল্প টাকায় অনেক মেগাবাইট পাওয়া যায়। এখন আমি আপনাদের বলব কিভাবে তিন দিনের প্যাকেজ নিতে হয় এবং নির্দিষ্ট সময়ে কত টাকা লাগে সেটাও বলবো। রবি যে কোন ইন্টারনেট প্যাকেজ জানার জন্য *৮৪৪*৮৮#ডায়াল করে জানতে পারবেন প্যাকেজ।
প্যাকেজের নাম,      মেয়াদ  দাম অ্যাক্টিভ কোড
100 MB (FB & IMO)    ৩ দিন Tk. 10 *123*0010#
100 MB FB + 100 MB IMO)               ৩ দিন Tk. 19 *123*019#
500 MB (Kuuk.tv)        ৩ দিন Tk. 10 *123*77#
1 GB                         ৩ দিন Tk. 23 *123*230#
1GB                          ৩ দিন Tk. 41 *123*41#
1.5 GB                      ৩ দিন Tk. 48 *123*48#
2 GB                           ৩ দিন Tk. 54 *123*54#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *